চলে এসেছে বাংলা ভাষায় 1st bangla seo cheker Website "SEO Bongo" [details]

For lastest song lyric click here

 আসসালামু আলাইকুম সবাইকে! প্রার্থনা করি সকলেই চমৎকার আছে। আমরা দিন দিন অনলাইন কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রতি অধিক ধাবিত হচ্ছি! আর ইন্টারনেটে বিজনেস করার সেরা ও অতুলনীয় শর্ত হচ্ছে আপনার ১টি চমৎকার website  থাকতে হবে। যেখানে আপনার Bussiness সম্পর্কিত  কিছু বিষয় চমৎকার করে তুলে ধরতে পারবেন।




আপনার সাইট ভালো করে সাজানোর পরবর্তী কাজটা হচ্ছে সেটি মানুষের সম্মুখে তুলে ধরা, আপনার ওয়েবসাইটটি যাতে মানুষের নিকট পৌঁছায় সেই অ্যারেঞ্জমেন্ট করা! অন্যথায় এতো ভালো করে website সাজিয়ে গুছিয়ে কোনো লাভ হবে কি? কখনোই না!


আপনার ওয়েবসাইটকে মানুষের সম্মুখে তুলে ধরতে আপনাকে আপনার সাইটের এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করা আবশ্যক! নাহলে ইন্টারনেটে বিজনেস করার যে টার্গেট সেটি কখনোই পূর্ণ হবে না!


আপনার সাইটের এসইও করার জন্য অনেক কিছুই করতে হবে! আপনি যদি একজন এসইও স্কিলফুল হায়ার করেন তাহলে আপনার সাইটের শ্রেণিবিভাগ অনুসারে হাজার হাজার টাকা  করতে হবে! অথচ যদি আপনি সেগুলো নিজেই করতে পারেন তাহলে কিরকম হয়?


তাই আমি আজকে আপনাদের নিকট এমন ১টি ওয়েবসাইট এর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিবো যেখানে আপনি এসইও এর প্রায় সব টুলস পেয়ে যাবেন আপনার মাতৃভাষা বাংলায় আর সেটাও আবার একদম বিনামূল্যে!


ওয়েবসাইটটির নাম হচ্ছে seo bongo বাংলা ভাষায় সর্বপ্রথম এবং সবচেয়ে সর্বসেরা এসইও চেকার সাইট হচ্ছে এটি! এইখানে আপনি এসইও এর সব সরঞ্জাম পেয়ে যাবেন একদম বিনামূল্যে!


আসুন দেখে নিই উল্লেখযোগ্য কয়েকটি টুলসের নাম যেগুলো আপনি এসইও বঙ্গতে পাবেনঃ


১.আর্টিকেল রিরাইটার

২. প্লেজিয়ারিজম চেকার

৩. ব্যাকলিংক মেকার

৪. Website এসইও চেকার

৫. ডোমেইন টুলস

৬. এসইও বঙ্গ ব্লগ

৭. এসইও অ্যানালাইজার

৮. আইকন জেনারেটর

৯. ব্যাকলিংক ডিরেক্টরি

১০. কিওয়ার্ড রিসার্চ টুল

১১. Robots.txt জেনারেটর

১২. মেটা ট্যাগ জেনারেটর

১৩. XML সাইটম্যাপ জেনারেটর

১৪. htaccess file জেনারেটর

১৫. ব্যাকলিংক চেকার

১৬. Website বনাম Website  এসইও অ্যানালাইসিস

১৭. বাংলা পেজ জেনারেটর


ইত্যাদি ব্যতীতও আরোও অগণিত টুল বিদ্যমান যেগুলো আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না!


তাহলে চলুন এই যাত্রায় টুলগুলো সম্মন্ধে জেনে নেওয়া যাক ডিটেইলস –






Website seo cheker - seo bongo

আপনি এ টুলটি দ্বারা আপনার website সহ যেকোনো সাইটের সম্পুর্ন এসইও রিপোর্ট জেনারেট করে আপনার সাইটের এসইও স্কোর দেখতে পারবেন! আপনার ওয়েবসাইটের এসইও তে কি কি প্রবলেম আছে, কেমন করে আরোও অনেক ভালো করা যায়, আপনার ওয়েবসাইটের  এসইও ফ্যাক্টর গুলো সব ১টি মাত্র রিপোর্টের দ্বারা আপনার সম্মুখে তুলে ধরবে এ টুলটি। সবথেকে মজার বিষয় হচ্ছে সম্পুর্ণ  রিপোর্টটি হবে চমৎকার এবং সাবলীল বাংলা ভাষায় যাতে আপনি সহজেই  সবকিছু বুঝতে পারেন!

এছাড়াও আপনি আপনার ওয়েবসাইটের এসইও এর সঙ্গে আপনার প্রতিযোগী ওয়েবসাইটের এসইও এর লাইভ কম্পেয়ার করতে পারবেন! এতে করে আপনি আপনার এবং আপনার প্রতিযোগী ওয়েবসাইটগুলোর এসইও সম্মন্ধে অত্যন্ত সুন্দর ভাবেই আন্দাজ পেয়ে যাবেন!




এসইও অ্যানালাইজার – এসইও বঙ্গ

এটা দারুণ ১টি সরঞ্জাম যেটা আপনি ইউজ না করে বুঝতে পারবেন না এটি কতটা কাজের জিনিস! এইখানে আপনি আপনার ও আপনার প্রতিযোগী সাইটের এসইও সরাসরি ভাবে Google, Bing, Ahref, Moz, Alexa এর ডাটা অনুসারে অ্যানালাইসিস করতে পারবেন! Top Search Quires, Google Index Checker, Bing Index Checker, Backlink Checker, New Backlink, Quality Backlink, Keyword Density, DA & PA Checker, Keyword Research, Competition Checker প্রভৃতি সহ আরোও প্রচুর টুলসের সমারহ খুজে পাবেন! একবার ইউজ করে দেখলেই বুঝতে পেরে যাবেন আমাকে কিছুই বলতে হবে না!





কিওয়ার্ড রিসার্চ সরঞ্জাম – এসইও বঙ্গ

এখানে আপনি আপনার ফোকার কিওয়ার্ড দ্বারা আনলিমিটেড কিওয়ার্ড জেনারেট করতে পারবেন তবুও আবার গুগল সার্চ ভলিউম এবং কিওয়ার্ড সিপিসি সহ! কিওয়ার্ড গুলো আপনি দেশ কেন্দ্রিক দেখতে পারবেন! অর্থাৎ আপনার কিওয়ার্ডটির বাংলাদেশ, আমেরিকা, উগান্ডা, আফ্রিকা ইত্যাদি প্রভৃতি এককথায় দেশের ভিত্তিতে আলাদা আলাদা কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি প্রদর্শন করবে! আর এটি যে ফলাফলটি দিবে সেটি একদম Google Keyword Planner অনুযায়ী! একারণে ফলাফলের গ্রহনযোগ্যতা একদম ৯৯.৯৯%.




আর্টিকেল রিরাইটার – এসইও বঙ্গ

আপনি হয়তো এ জাতীয় অনেক টুলস ইউজ করে থাকবেন যেখানে কোনো আর্টিকেলকে সাবমিট করলে সেই টুল

আপনাকে ইনস্ট্যান্ট সেই আর্টিকেলের শব্দ চেঞ্জ করে অন্য কোনো নিউ আর্টিকেল প্রস্তুত করে দেয় যেটা একদম ৯৯% ইউনিক! ইংলিশ আর্টিকেল রিরাইট করার জন্য এ জাতীয় প্রচুর টুলস রয়েছে উদাহরণসরূপ smallseotools, duplichecker প্রভৃতি অথচ বাংলা আর্টিকেল রিরাইট করে দেয় এ জাতীয় টুল কোথাও পাবেন না! তবে সেই দিন শেষ! বর্তমান হতে যেকোনো বাংলা আর্টিকেলও রিরাইট করতে পারবেন কেবলমাত্র মাত্র এসইও বঙ্গের আর্টিকেল রিরাইটার এর মাধ্যমে!

যেকোনো বাংলা লেখা সাবমিট করুন, এ টুলটি আপনাকে সেই লেখাটি রিরাইট করে দিবে একদম  সেকেন্ডেই! কি কি শব্দ চেঞ্জ হয়ে গিয়েছে সেটাও দেখতে পারবেন, সেই ওয়ার্ডগুলো আপনি চাইলে নিজের মতো করে আবার পরিবর্তনও করতে পারবেন! সবশেষে আপনাকে পুরস্কার দিবে ১টি ইউনিক আর্টিকেল যেটা আপনি আপনার সাইটে পাব্লিশ করতে পারবেন। এ জাতীয় বাংলা আর্টিকেল রিরাইটার বাংলাদেশে এই প্রথম! কেবলমাত্র বাংলাই নয়, বাংলা, ইংলিশ সহ মোট ৮ টি ভাষার আর্টিকেল রিরাইট করা যায় এসইও বঙ্গ আর্টিকেল রিরাইটার সরঞ্জাম দিয়ে! জোস না জিনিস টা??




প্লেজিয়ারিজম চেকার – এসইও বঙ্গ

আর্টিকেল তো রিরাইট করলেন, এবারে পালা সেই আর্টিকেলটি প্লেজিয়ারিজম ফ্রি কিনা তা চেক করার! অর্থাৎ আপনার লিখনি আর্টিকেল অথবা এসইও বঙ্গতে রিরাইট করা আর্টিকেলটি গুগলের নিকট ইউনিক কিনা সেটি যাচাই করতে পারবেন প্লেজিয়ারিজম চেকার টুল দিয়ে! এটা গুগলের API দ্বারা প্রস্তুত এজন্য ফলাফল আপনাকে গুগল অনুযায়ীই দিবে!

তবে আপনি শুধুমাত্র বাংলা আর্টিকেলের প্লেজিয়ারিজম চেক করতে পারবেন এ টুল দিয়ে! রিজন এই টুলটা বাংলা ভাষার আর্টিকেলের ওপর জোর দিয়েই বানানো হয়েছে! একারণে বাংলা আর্টিকেল ব্যতীত ভিন্ন কোনো ভাষায় আর্টকেল এইখানে চেক করলে আপনাকে ফলাফল ঠিকই দিবে তা সত্ত্বেও সেটি ৯৯% নির্ভুল ফলাফল হতেও পারে আবার নাও পারে! কিন্তু বাংলা আর্টিকেলের জন্য যে ফলাফল দিবে সেটি ৯৯% ঠিক রেজাল্ট!

বিঃদ্রঃ বাংলা আর্টিকেল ভিন্ন কোনো প্লেজিয়ারিজম চেকারে চেক করে এসইও বঙ্গের প্লেজিয়ারিজম চেকারে চেক করলে দেখতে পারবেন আদার্স টুলে যেটা ১০০% ইউনিক দেখাচ্ছে সেটি এসইও বঙ্গতে চেক করলে প্রচুর কপি দেখাচ্ছে অর্থাৎ তুলনা মুলক ভাবে কম ইউনিক দেখাচ্ছে! এটার রিজন পূর্বেই বলেছি যে, এসইও বঙ্গের টুলটি বাংলা আর্টিকেলের জন্য কনফিগারেশন করা তবুও আদার্স টুল গুলো ইংলিশ আর্টিকেলের জন্য! এজন্য এসইও বঙ্গ বাংলা আর্টিকেলের জন্য যতটা খাটি ভাবে রেজাল্ট দিবে বাকিরা সেটি দিবে না এটাই স্বাভাবিক!




এসইও বঙ্গ ব্লগ

এটি এসইও বঙ্গ এর ব্লগ সেকশন যেখানে এসইও এর সব সমস্যা, সমাধান, টিপস প্রভৃতি নিয়ে পোস্ট করা হয়ে থাকে! যদিও এইখানে ইদানিং তেমন কোনো পোস্ট করা হয়নি! তবে আশা করা যায় অনেক শীঘ্রই আমরা এইখানে পোস্ট দেখতে পারবো!




ডোমেইন টুলস – এসইও বঙ্গ

এটি ১টি ডোমেইন সম্পর্কিত সরঞ্জাম যেখানে ডোমেইনের অ্যাবিলিটি চেক করতে পারবেন, আপনার পছন্দমত নিশ কিওয়ার্ড দ্বারা অনেক গুলো বেশ ভালো ভালো ডোমেইন নেম জেনারেট করতে পারবেন! এজন্য আপনি যদি আপনার নিশ কিওয়ার্ড দ্বারা আপনার লাইক মতো ডোমেইন নেম খুজে না পান তাহলে আমি প্রেফার করবো একবার এ টুলটা ব্যবহার করে দেখার জন্য!

এছাড়াও আপনি এখানে যেকোনো ডোমেইনের WHOIS, লোকেশন, আইপি, রিভার্স ডোমেইন চেক করতে পারবেন!




আইকন জেনারেটর – এসইও বঙ্গ

ওয়েবসাইটের জন্য আইকন আজকাল অপরিহার্য একটি ব্যপার হয়ে দাঁড়িয়েছে। fa fa আইকন ব্যতীত সাইটের ডিজাইন তো প্রায় চিন্তাই করা যায় না! কিন্তু কেমন হয় যদি fa fa আইকনগুলো আপনি আপনার নিজের ইচ্ছামতো ভাবে এডিট করে আপনার সাইটে ব্যবহার করেন? অবশ্যই প্রচুর ভালো হবে!

আপনাকে সেই চান্স করে দিচ্ছে এসইও বঙ্গের আইকন জেনারেটর! সব fa fa আইকন আপনি নিজের মতো করে সম্পাদনা করে সরাসরি ভাবে ডাউনলোড করে নিয়ে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন! এডিট করাও প্রচুর ইজি যেটা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না!


বাংলা পেজ জেনারেটর – এসইও বঙ্গ

গোপনীয়তার নীতি, শর্তাবলি, অস্বীকৃতিজ্ঞাপন, আমাদের সম্পর্কে, যোগাযোগ পেজ প্রভৃতি ব্যতীত কি কোনো ওয়েবসাইট হয়? আপনার সাইটের রেপুটেশন ও বিউটি দুইটাই বৃদ্ধি করে এ পেজ গুলো! তবুও আমরা এই ব্যাপারটা অধিকাংশই লক্ষ্য না করে এড়িয়ে  যাই! কারোও বা সময়ই হয় না এ পেজগুলো সাজানোর!

এখন আপনার আর কিছু করতে হবে না! আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের তথ্য সাবমিট দিবেন আর ইন্সট্যান্ট এসইও বঙ্গ আপনাকে পেজগুলো ক্রিয়েট করে দিবে তবুও আবার বাংলা ভাষায়! আপনার ক্রিয়েট করা সেই পেজটির HTML কোডসহ আপনার সাইটে পেস্ট করবেন! ব্যাসসসস হয়ে যাবে আপনার কাজ!

আপনি যে যে পেজ জেনারেট করতে পারবেন এসইও বঙ্গ থেকেঃ

১. প্রাইভেসি নীতিমালা / গোপনীয়তার নীতি

২. টার্মস অ্যাড কন্ডিশনস / শর্তাবলি

৩. ডিসক্লেইমার / অস্বীকৃতিজ্ঞাপন

৪. কন্টাক্ট আস / যোগাযোগ


লিংকঃ এসইও বঙ্গ সাইটের ফুটারে পাবেন!


মেটা ট্যাগ জেনারেটর – এসইও বঙ্গ

মেটা ট্যাগ যেকোনো সাইটের এসইও এর জন্য অত্যাবশকীয় বিষয়! মেটা ট্যাগ ব্যতীত ওয়েবসাইটের এসইও কল্পনাও করা যায় না!


আপনার ওয়েবসাইটের জন্য আবশ্যকীয় সব মেটা ট্যাগ জেনারেটর করুন এ সরঞ্জাম দিয়ে।

উপরের টুলগুলো ব্যতীতও এইরকম অনেক অনেক সরঞ্জাম রয়েছে এসইও বঙ্গতে। সবগুলোর ব্যাখা দিতে গেলে জীবন সমাপ্ত হয়ে যাবে একারণে আপনি নিজেই একবার দেখে নিন! এসইও বঙ্গ নিয়মিত নিউ টুলস তাদের সাইটে লঞ্চ করে! এইজন্য এসব টুলসই শেষ নয় আরোও টুলস আসবে সামনে! আশা করি আপনার অনেক কাজে দিবে এই ওয়েবসাইটটি!


এসইও বঙ্গের আপকামিং টুলস

১. Schema Markup জেনারেটর

২. website ডিরেক্টরি

৩. এসইও বঙ্গ ফোরাম

৪. ইউটিউব ব্যাকলিংক জেনারেটর

৫. ইউটিউব থাম্বনেইল জেনারেটর

৬. এসইও বঙ্গ Support  হাব

৭. মুঠোফোন Friendly  চেকার

৮. ইমেজ অপ্টিমাইজার

৯. বাংলা আর্টিকেল জেনারেটর

১০. এসইও বঙ্গ ওয়েব টুলস

১১. Favico Icon জেনারেটর

১২. গুগল অ্যাডভান্স সার্চ

১৩. Disavow Document  জেনারেটর

১৪. প্লেজিয়ারিজম চেকার প্রো

১৫. ওপেন গ্রাফ জেনারেটর

১৬. ওয়েব ক্রলার ইত্যাদি


এসইও বঙ্গ Full User Friendly  আর রেসপন্সিভ! একারণে ব্যবহার করতেও কোনো প্রবলেম হবে না! আর যদি এসইও বঙ্গ হতে কোনো কিছু জানার থাকে অথবা কোনো প্রবলেম হয় তাহলে আপনি সরাসরি ভাবে তাদের এফবি পেজে জানাতে পারেন!



➡️ এসইও বঙ্গ ওয়েবসাইটের লিংকঃ এসইও বঙ্গ – বাংলা ভাষায় সর্বপ্রথম এসইও চেকার ওয়েবসাইট


তাহলে আজ এই পর্যন্তই। কিরকম লাগলো আজকের এই পোস্ট, এসইও বঙ্গ Website  কিরকম লাগলো সেসব জানাতে ভুলবেন না! শীর্ষই আসছি আবার নিউ কোনো পোস্ট নিয়ে! সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন! 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url